চাঁদপুরের ট্রাকরোডে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক :

চাঁদপুর শহরের নিউ ট্রাকরোড রোজ গার্ডেন (চায়না বিল্ডিং) নামে ভবনে করোনা উপসর্গ নিয়ে ছকিনা বেগম (৮০) নারীর মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৭ মে) দিনগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ওই নারীর বাড়ী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার বকাউল বাড়ী। তার স্বামীর নাম মৃত আব্দুল মান্নান বকাউল।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে ওই নারীকে তার বাড়ীতে পারিবারিক কবরস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নামাজে জানাযা ও দাফন সম্পন্ন করা হয়।

মৃত ওই নারীর মেয়ে আয়শা বেগম জানান, তার মা ছকিনা বেগম গত এক মাসে আগে নিউ ট্রাকরোডস্থ রোজগার্ডেন নামে বাসায় বেড়াতে আসেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর আগে তিনি জ্বর সর্দি ও কাশিতে ভোগছিলেন।

ছকিনা বেগম এর নাতি শাওন জানান, দুপুরে নানীর দাফন সম্পন্ন হয়। নামাজে জানাযায় চাঁদপুর মডেল থানা পুলিশ ও আমার মামারা উপস্থিত ছিলেন। তবে করোনায় আক্রান্ত ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের কেউ আসেনি।

এদিকে এই নারীর মৃত্যুর পরে রাতেই চাঁদপুর মডেল থানা পুলিশ রোজগার্ডেন নামের ভবনটি লকডাউন করে দিয়েছে।