চাঁদপুরে আরো ৫০ জনের দেহে করোনা শনাক্ত : মোট আক্রান্ত ৬১৪জন

সাইদ হোসেন অপু চৌধুরী :

চাঁদপুরে নতুন করে আরো ৫০জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদরে ৩৪ জন, মতলব উত্তরে ৬জন, মতলব দক্ষিণে ৪জন, হাজীগঞ্জ জন ২জন, ফরিদগঞ্জে ২জন, শাহরাস্তিতে ১জন এবং কচুয়া ১জন রয়েছে।

চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬১৪ জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৪৬জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার দুপুরে ৩৩৫টি রিপোর্ট আসে । এর মধ্যে ৫০টি পজেটিভ। বাকিগুলো নেগেটিভ।

জেলায় ৬১৪ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ২৫২জন, মতলব দক্ষিণে ৭৪জন, শাহরাস্তিতে ৬৪জন, হাজীগঞ্জে ৬৬জন, ফরিদগঞ্জে ৬৩জন, হাইমচরে ৩৩জন, কচুয়ায় ২৯জন এবং মতলব উত্তরে ৩৩জন

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৪৬ জনের মধ্যে হাজীগঞ্জ ১৪ জন, চাঁদপুর সদরে ১২ জন, ফরিদগঞ্জে ৬ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৪জন, শাহরাস্তিতে ৩জন, মতলব উত্তরে ২ জন এবং মতলব দক্ষিণে ২ জন।