৬১ লাখ টাকা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন অটোচালক সজিব

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে ৬১ লাখ টাকা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন অটো ড্রাইভার সজিব। সততার বিরল দৃষ্টান্ত স্থাপনে ইতিমধ্যে বাদল গাজী সামাজিক যোগাযোগের মাধ্যমসহ নানা শ্রেণী-পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় আজ মিললো সততার পুরস্কার।

সততার পুরষ্কার হিসেবে অটো ড্রাইভার সজিব ৬১ লাখ টাকা ফেরত দেওয়ার পর টাকার মালিক জুয়েল মিয়াজি সজিবকে নতুন একটি অটো উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সার্কেল জাহিদ পারভেজ।

চাঁদপুরবাসী মনে করেন দরিদ্র সজীব ও বাদলের দৃষ্টান্ত সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। লোভকে পেছনে ফেলে জয়ী হোক সততা। এমন দৃষ্টান্ত নিয়ে এগিয়ে যাক আমাদের বাংলাদেশ।

উল্লেখ্য, গত ২২ জুন চাঁদপুরের বিকাশ এজেন্ট ওই টাকা ব্যাংক থেকে তুলে অটো রিকশায় যাবার পথে ভুলে সজিবের অটো রিকশায় ফেলে চলে যান। সারাদিন অপেক্ষা করে চালক সজিব সন্ধ্যায় থানায় ওই টাকা জমা দেন। পুলিশ পরিশেষে টাকাগুলো প্রকৃত মালিকের হাতে পৌঁছে দেন।