ফেইসবুকে ভুয়া বিজ্ঞাপনের মেলা : প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ

 

নিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহখানেক ধরে ফেইসবুকে ভুয়া বিজ্ঞাপণগুলো ঘুরে বেড়াচ্ছে মানুষের কাছে। এসব বিজ্ঞাপণ মানুষকে ধোঁকা দিয়ে অর্থ রোজগারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞাপণগুলোর বেশিরভাগই ‘আধ্যাত্মিকতার’ আড়ালে মানুষের সুখ-দুঃখ নিয়ে ধোঁকাবাজি ও প্রতারণার কৌশল।

দেখা গেছে, আধ্যাত্মিক গুরু, গুরু সম্রাট ইত্যাদি নাম দিয়ে ও ভুয়া পেইজ খুলে ভিডিও আকারে এসব বিজ্ঞাপণ দেওয়া হচ্ছে। তাদের সাথে যোগাযোগ করলে এবং দেখা করলে সমস্যা সমাধানের নামে মোটা অংকের টাকা দেওয়ার কথা বলে।

নাম প্রকাশে ভুক্তভোগী একজন জানান, আমি আমার বিভিন্ন সমস্যা নিয়ে ওই গুরু সম্রাটের কাছে যাই। তিনি আমার কাছ থেকে সমস্যা সমাধানের নামে এক লাখ টাকা দাবি করেন। আমি কিছু টাকা দিয়ে বাকি টাকা পরে দিবো বললে, তিনি জানান, পুরো টাকা দেওয়া হলে তিনি কাজ করে দিবেন। পরে তিনি আমার ওই টাকাও ফেরত দেননি এবং কাজও করে দেননি।

এসব বিষয় নিয়ে ওই নাম্বারে ফোন করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।