ফুটবলার রিপনকে সহায়তার হাত বাড়িয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক

মোঃ নিয়াজ,
ফরিদপুর প্রতিনিধি :

ফুটবলার রিপনকে সহায়তার হাত বাড়িয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। আজ তাকে পরিবারের ভরন-পোষনের জন্য ১০ হাজার টাকা প্রদান করেছেন। একই সাথে জেলা প্রশাসক অতুল সরকার তাকে ক্রীড়াঙ্গনে সম্মানজনক পেশায় যুক্তকরণসহ খেলাধুলায় ফিরিয়ে দিতে সর্বাত্নক উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

২০১২ সালে এয়ারটেলের (বর্তমানে রবি) প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে ম্যানচেস্টার ইউনাইটেডে অনুশীলনের জন্য যে ১২ জন সুযোগ পেয়েছিলেন তাদেরই মধ্যে রিপন একজন। যা তাকে বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখিয়ে ছিলো।

পরবর্তীতে আর্থিক অসচ্ছলতার কারনে ফুটবল খেলা তার স্বপ্নই থেকে যায়। আর্থিক অসচ্ছলতা ও তার বাবা মার ভরনপোষনের জন্য পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ নেয় রিপন। বিষয়টি জানতে পেরে আজ জেলা প্রশাসক অতুল সরকার রিপনের পাশে এসে দাড়ান। তাকে আর্থিক ভাবে সহায়তা করেন এবং পরবর্তীতে তাকে ফুটবলের সম্মানজনক পেশায় ফিরিয়ে নিতে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।