দোহার উপজেলায় নদীর পেটে চলে যাচ্ছে লটাখোলা কিশোর সংঘ ক্লাব

মাকসুমুল মুকিম, দোহার থেকে :

ঢাকা জেলার উপজেলায় লটাখোলা গ্রামে প্রতিষ্ঠিত লটাখোলা কিশোর সংঘ ক্লাব নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

চলতি মৌসুমের বন্যা পরিস্থিতিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারনে গাইড ওয়াল ভেঙ্গে গিয়ে ক্লাব টি নদীর মুখে চলে গেছে। যে কোন মুহুর্তে নদীর পেটে চলে যেতে পারে এই সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের অন্ততম প্রান কেন্দ্র লটাখোলা কিশোর সংঘ ক্লাব।

লটাখোলা কিশোর সংঘ ক্লাবের সভাপতি নূরুল ইসলাম টুকু বলেন ক্লাব টি অতিপুরাতন যা ১৯৯২ সালেরও আগে প্রতিষ্ঠিত। এই ক্লাবের উদ্দ্যোগে আমাদের এলাকার ছেলেপেলেরা খেলা ধুলা করে থাকে। সেই লক্ষ্যে ক্লাব টিকে টিকিয়ে রাখা খুবই জরুরী বিষয় হিসেবে দাড়িয়েছে।

অন্যদিকে লটাখোলা কিশোর সংঘ ক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুর রহমান আকন্দ বলেন সামাজিক সাংস্কৃতিক ক্লাবের অন্যতম এই ক্লাব টি। এই ক্লাবের মাধ্যমে বিগত সময়ে অনেক উন্নয়ন মূলক কাজ এবং বিভিন্ন দিবসগুলোতে বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যেহেতু চলতি মৌসুমের বন্যা পরিস্থিতির কারনে ক্লাব টি নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে বিধায় অএ এলাকার যুবকরা খেলাধুলা করতে সক্ষম হচ্ছে না। আমি বন্যা পরবর্তী সময়ে কতৃপক্ষের নিকট ক্লাবটি সংস্করণের জন্য জোর দাবি জানাচ্ছি।