শেরপুরের শ্রীবরদীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

মো. জাকারিয়া খান জাহিদ, স্টাফ রিপোর্টার :

শেরপুরের শ্রীবরদীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।২৪ ফেব্রুয়ারী (বুধবার) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ কেন্দ্রে বিতরণ কার্যক্রম শুরু হয়। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার এন.এম সাজ্জিল সাদিক, পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা নির্বাচন অফিসার এন.এম সাজ্জিল সাদিক বলেন, পূর্বের জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে হবে। যাদের পরিচয়পত্র হারিয়ে গেছে তাদেরকে নির্বাচন কমিশন বরাবর ব্যাংক চালানের মাধ্যমে ৩৪৫ টাকা জমা দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। তিনি আরো বলেন, নতুন ভোটাররা স্লিপ জমা দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন। পৌরসভায় বিতরণ শেষ হলে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারী থেকে ০১ মার্চ পর্যন্ত শ্রীবরদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ কেন্দ্রে বিতরণ করা হবে।