জেলা ক্রীড়া অফিস আয়োজিত শ্রীবরদীতে সাঁতার প্রশিক্ষণ

শেরপুর প্রতিনিধি :

জেলা ক্রীড়া অফিস শেরপুর এর আয়োজনে অনূর্ধ্ব-১৬ বছর বয়স্ক বালকদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ২৩ মার্চ মঙ্গলবার শ্রীবরদী উপজেলায় খড়িয়া কাজিরচর মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজে স্বাস্থ্যবিধি
মেনে অনুষ্ঠিত হয়।

মাস ব্যাপি সাঁতার প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খড়িয়া কাজিরচর মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান।

উক্ত সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোশারফ হোসেন, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাহীন। আরও বিশেষ অতিথি ছিলেন খড়িয়া কাজিরচর মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মেজবাউল হক, ৮ নং খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মোঃ শরাফত আলী, বিভিন্ন বিদ্যালয়য়ের শিক্ষকবৃন্দ ও ব্যক্তিবর্গ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।

সাঁতার প্রশিক্ষণে ২ টি প্রতিষ্ঠানের ৩১(একত্রিশ) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের বক্তব্য রাখেন এবং তাদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মান্নান এবং মোঃ জিয়াউল হক ।