রাসুল (সা.) -এর লাশ গায়েবের চেষ্টা হয়েছিল কি? এ ব্যাপারে ইতিহাস কী বলে

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৯৪তম পর্বে রাসুল (সা.)-এর লাশ গায়েব করার চেষ্টা হয়েছিল কি না, সে সম্পর্কে টেলিফোনে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন: রাসুল করিম (সা.)-এর বডি বা লাশ একবার গায়েব করার চেষ্টা করা হয়েছিল। এ ব্যাপারে ইতিহাস কী বলে বা সঠিক কথাটি কী?

উত্তর: এ বিষয়ে যে বর্ণনাটি বলা হয়ে থাকে এবং নুরুদ্দীন জাঙ্গির সময়ে এ ঘটনাটি ঘটেছিল। অনেকেই বলেছেন যে এটি সত্য ঘটনা। এই চেষ্টা করা হয়েছিল। পরবর্তী সময়ে আল্লাহ সুবহানাহু তায়ালা সেটাকে হেফাজত করেছেন এবং অনেকেই সত্য ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।