মতলব উত্তরে এক হাজার চাষীকে সার ও বীজ প্রদান

 

সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর করেসপন্ডেন্ট :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আউশ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিন।
রোববার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদানের মাধ্যমে প্রণোদনা কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল খান পাপ্পু, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন ও মো. ইমরান হোসেন।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ উপজেলায় ৩ হাজার ৩শ’ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। ১ হাজার চাষীকে ৫ কেজি বীজ ও ৩০ কেজি সার প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে।