মানবেতর জীবনযাপন করছেন কুয়েতের বাংলাদেশিরা

কুয়েতে করোনা সংক্রমণ রোধে চলছে ১২ ঘণ্টা কারফিউ। সরকারের নির্দেশনা মেনে ঘরেই অবস্থান করছেন কর্মহীন প্রবাসী শ্রমিকরা। তবে এই কর্মহীনতায়, নিজেদের খরচ এবং পরিবারের খরচ বহন করতে হিমশিম খাওয়ায় তাদের জীবনে নেমে এসেছে চরম হতাশা। এ অবস্থায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

বিশ্বের মহা আতঙ্কের নাম করোনা মহামারি। কুয়েতে দিন দিন বেড়ে চলছে নতুন নতুন আক্রান্তের সংখ্যা। দিন দিন বেড়ে চলছে মৃতের সংখ্যা। বর্তমানে কুয়েত সরকারের নির্দেশনায় চলছে ১২ ঘন্টা কারফিউ। সরকারের নির্দেশনা মেনেই প্রবাসীরা নিজ নিজ ঘরে অবস্থান করছেন।

কুয়েতে বসবাসরত প্রবাসীরা বলছেন, কুয়েতে লকডাউন চলছে। আমরা সরকারের নির্দেশনা মেনেই চলছি।

সবকিছু বন্ধ থাকার পর কর্মহীন হয়ে পড়েছেন প্রবাসী শ্রমিকরা। অনেকে মানবতর জীবনযাপন করছেন। সকল বেকার অসহায় শ্রমিকদের একটাই আবেদন যেন সরকার তাদের জন্য প্রণোদনা ঘোষণা করেন। আর তিনমাসের জন্য বাড়ি ভাড়া মওকুফ করার ব্যবস্থা করে প্রজ্ঞাপন জারি করেন।

কুয়েতে বসবাসরত প্রবাসীরা বলছেন, আশা করি কিছুদিনের মধ্যে কুয়েত স্বাভাবিক হয়ে উঠবে। ৩ থেকে ৪ মাস থেকে ঘরে বসে আছি।