চরভদ্রাসনে নদী ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে পদ্মাপারের বাসিন্দারা

মো. নিয়াজ, ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় বালিয়া ডাঙ্গী গ্রামের মাথায় পদ্মার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভাঙ্গনও শুরু হয়েছে।প্রতিদিন ২/৩ হাত জায়গা পদ্মায় বিলিন হয়ে যাচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে পদ্মাপারের বাসিন্দারা।যেকোনো সময় তাদের বসতভিটা পদ্মায় বিলিন হয়ে যেতে পারে।

প্রায় ১মাস পূর্বে এলাকাবাসী উপজেলা প্রশাসন ও ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে সাময়িক ব্যবস্থা গ্রহণের জন্য। তারা এলাকাবাসীকে অতিসত্বর সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আস্বস্ত করেন।কিন্তুু এখন পৃর্যন্ত সাময়িক কোনও ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় নাই।

এলাকাবাসী বলেন, নদী ভাঙনে দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমাদের বাপ-দাদার বসত-ভিটা পদ্মায় বিলিন হয়ে যাবে । আমাদের অনেকেই নিংস্ব হয়ে যাবে।তাই প্রশাসনের কাছে অনুরোধ তারা যেনো অতিসত্বর সাময়িক ব্যবস্থা গ্রহণ করে আমাদের বসত-ভিটা নদী ভাঙন থেকে রক্ষা করে।