শ্রীবরদীতে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

মো. জাকারিয়া খান জাহিদ স্টাফ রিপোর্টার :

শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

স্বাস্থ্য বিধি অনুযায়ী মাস্ক ব্যবহার না করায় কয়েক জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।এবং কয়েক জনের মাঝে মাস্ক বিতরণ করেন।

আজ ২৮ জুলাই (মঙ্গলবার ) বিকালে উপজেলার পৌর বাজারে সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান, আরো উপস্থিত ছিলেন শ্রীবরদী থানা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার জানান যে, করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাসের বিস্তার রোধ সম্ভব।এবং সকলকেয় মাস্ক পরতে হবে।

তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।