রায়পুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট পালিত

ইমরান হোসেন সজীব, রায়পুর প্রতিনিধি :

লক্ষীপুরের রায়পুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের স্মরণে প্রতিবাদ, আলোচনা সভা, বিক্ষোভ মিছিল, মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করা হয়।

বঙ্গবন্ধু এভিনিউতে এই নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে আজ দুপুরে রায়পুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল, স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক, আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন নোমান ও নাসির উদ্দিন রাসেল, পৌর আওয়ামীলীগ নেতা পীরজাদা সোহরাব মিশরী, জাকির হোসেন পাটোয়ারী, মিজানুর রহমান চৌধুরী সহ রায়পুর পৌর ৯টি ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক, কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ বলেন, ২০০৪ সালের ২১ আগস্টে বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালায় বি,এন,পি -জামাত সরকারের কুখ্যাত সন্ত্রাসীরা।

হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশরতœ শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।