তরুণীর নগ্ন-ছবি ছড়িয়ে দেয়ার হুমকি, গ্রেফতার ২

জয়পুরহাটে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণীদের অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীদের অনলাইনে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৬ আগস্ট) রাতে শহরের রেল স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতর যুবকরা হলো- সদর উপজেলার আরামনগর কবিরাজপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে আতিকুর রহমান রাহি (১৯) ও ক্ষেতলাল উপজেলার ইকড়গাড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে রনি (২০)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের জানান, এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের দুইটি ছবি ও তার কিছু টিকটক ভিডিও এডিটিং করে কুরুচিপূর্ণভাবে ফেসবুকে প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায় ও অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আসছিল এই প্রতারক চক্রটি।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠতি বয়সের তরুণ-তরুণীদের সংশ্লিষ্টতায় তারা বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে এবং নিজস্ব ইউটিউব চ্যানেলে অশ্লীলতা ও নগ্নতা চর্চা করে বিভিন্ন সময় একাধিক তরুণীকে ব্ল্যাকমেইল করার কথা স্বীকার করে তারা। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি মামলা হয়েছে।

প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ১২ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ মুহররম ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার