হাইওয়ে পুলিশের ঘুষ বাণিজ্যের প্রতিবাদে রূপগঞ্জে প্রতিবাদ সভা মানববন্ধন

মো. সোহেল কিরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

হাইওয়ে পুলিশের ঘুষ বানিজ্য বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিবাদ সভা, মানববন্ধন ও দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় রিক্সা-ভ্যান মালিক সমিতির প্রায় ২ হাজার শ্রমীকনেতারা।

রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের গাউসিয়া ফ্লাইওভার এলাকায় দিনব্যাপী এ কর্মসূটি পালন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আমির হোসেন, সালাম, জাহাঙ্গীর, সুমন, আবুল হাসেম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ প্রতিদিন শত শত রিক্সা-ভ্যান আটকিয়ে তাদের ফাঁড়িতে নিয়ে আসে। সেখানে ডাম্পিংয়ের ভয় দেখিয়ে প্রতিটি গাড়ি থেকে নূন্যতম ৫ হাজার  টাকা করে আদায় করে। আর টাকা দিতে দেরি হলে বা অস্বীকার করলে নানা ভয়ভীতি দেখায় তারা। মাসের পর মাস চলছে তাদের ঘুষ বাণিজ্য। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কাজ করে স্ত্রী-সন্তানদের জন্য খাবার না কিনে হলেও হাইওয়ে পুলিশের দাবিকৃত টাকা পুরণ করতে হয়। বিনা রশিদে তাদের টাকা না দিলে রাস্তায় গাড়ি চালাতে দেয়না হাইওয়ে পুলিশ। ফলে তাদের অবৈধ্য ঘুষ বানিজ্যে অতিষ্ঠ স্থানীয়রা। তাই হাইওয়ে পুলিশের শোষণ থেকে মুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি দাবি করেন বিক্ষোভকারীরা।

০৬ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২২ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ মুহররম ১৪৪২ হিজরি, রোববার

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না