মোবাইল কোর্ট দিয়েও ফরিদগঞ্জে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না

ফরিদগঞ্জ সংবাদদাতা :

উপজেলা সদর বাজারসহ প্রায় ২২/২৩টি হাট-বাজারে শাক-সবজীর দাম লাগামহীন গতিতে বেড়েই চলছে। বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেও লাগাম টেনে রাখা যাচ্ছেনা।

রোববার সকালে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার উপজেলা সদর বাজর মনিটরিং এ নেমে কয়েকটি দোকানে জরিমানা করাসহ সর্তকতার জানান দেন। এ সময় তিনি আলু ছড়া মূল্যে বিক্রির কারণে দুটি দোকানে জরিমানা ও অতিরিক্ত দামে আলু ক্রয় করা ক্রেতাকে টাকা ফেরৎসহ ১৫ শ টাকা জরিমানা আদায় করেন।

তাছাড়া পাইকারী প্রতি কেজি আলু ২৫ টাকা ও খুচরা মূল্য ৩০ টাকার বেশী রাখা যাবেনা বলে জানিয়ে দেন। কিন্তু বাস্তবতা হচ্ছে বিভিন্ন, ব্যবসায়ীরা মোবাইল কোর্ট শেষ হওয়ার ১৫/২০ মিনিটের মধ্যেই প্রতি কেজি আলু ৪০ টাকা দরে বিক্রি করা শুরু করেছে। অনেক ব্যবসায়ী আলু বিক্রি করবেনা বলে ক্রেতাদের জানিয়ে দেয়।

এ বিষয়ে ব্যবসায়ীরা জানান, আমরা আলু প্রতিকেজি ৩৫/৩৬ টাকা দরে ক্রয় করেছি, এখন কিভাবে ৩০ টাকা দরে বিক্রি করবো।

ক্রেতা সাধারণ জানায়, আমরা ছড়া মূল্যে সকল ধরণের শাক- সবজি ক্রয় করতে হচ্ছে। মোবাইল কোর্ট দেওয়ার পরও আমরা কোন পরিবর্তন দেখছি না। ব্যবসায়ী সিন্ডিকেট বড় ধরনের শক্তিশালী । যার কারণে এরা প্রশাসনকেও তোয়াক্কা করছে না।

উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে বাজার ভেধে , আলু ৪০/৪৫ টাকা কেজি, টমেটো ১০০ টাকা, মূলা ৬০টাকা, করলা ৮০ টাকা , কাঁচা মরিচ ৩শ টাকা, লাল শাক ৫০ টাকা, বেগুণ ৭০ টাকা, পেঁপে ৩০/৩৫ টাকা, পেঁয়াজ ৯০ টাকা, দুন্দল ৬০টাকা, জিঙ্গা ৬০ টাকা, শসা ৫০ টাকা, সিম ১০০টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারও উধর্ব গতিতেই বেড়ে চলছে। প্রতি বস্তা চাল ১/৪শ টাকা পর্যন্ত বেড়েছে। গো-খাদ্যের জন্য ব্যবহারিত খুদ প্রতি বস্তায় বেড়েছে ২৭০ টাকা পর্যন্ত। সব ধরণের পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে।

ভুক্তভোগী ক্রেতা সাধারণ বাজার মণিটরিং জোরদারসহ ব্যবসায়ী সিন্ডিকেটকে ভেঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে বাজার দর ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবী জানান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জানান, বাজার দর নিয়ন্ত্রণে মোবাই কোর্ট অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের সুফল পাচ্ছেনা ক্রেতা ? জবাবে বলেন , প্রয়োজনীনে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৯ অক্টোবর ২০২০ খ্রি. ০৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার