শেরপুরে জাতীয়করণসহ ৭ দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

মো. জাকারিয়া খান জাহিদ, স্টাফ রিপোর্টার:

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২১ অক্টোবর (বুধবার) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়।

এতে ব্যানার, ফেস্টুন নিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রায় আড়াইশ শিক্ষক অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সভাপতি রেজাউল করিম, শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান, সাইফুল ইসলাম, মুকলিমা বেগম, শাহীনুল বারী, মাজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন শিক্ষক সোলায়মান হোসেন।

ওইসময় বক্তারা মাদ্রাসা জাতীয়করণ, শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণ, আসবাবপত্র সরবরাহ, অফিস সহকারী নিয়োগসহ ৭ দফা দাবি জানান। সেইসাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন ঘোষণা না দেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরারব স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

২১ অক্টোবর ২০২০ খ্রি. ০৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বুধবার