৬দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ৬ দিন পঞ্চগড়ের চতুর্দেশীয় বন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবালা বুধবার (২১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাপ্তাহিক ছুটিসহ আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) থেকে ২৮ অক্টোবর (বুধবার) পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৬দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল থেকে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে এ সময়ে বন্দরে সরকারি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২২ অক্টোবর ২০২০ খ্রি. ০৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার