পঞ্চগড়ে মুজিব শতবর্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার সন্ধ্যা ৭টায় রহমান এন্টারপ্রাইজ ও শাহাদাত মটরস এর যৌথ আয়োজনে বোদা পৌর আওয়ামীলীগ সভাপতি আবু মোহাম্মদ ইমতিয়াজ হোসেন মির্জার সভাপতিত্বে ঐতিহ্যবাহী লাঠি খেলার উদ্বোধন করেন পৌর মেয়র বোদা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বোদা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ ফারুক আলম টবি।

এসময় বোদা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আজাহার আলী, বোদা মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম লিটন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক, বোদা উপজেলাা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোকলেছার রহমান জিল্লু, বিশিষ্ট ব্যবসায়ী শাহদাত হোসেন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও পঞ্চগড় জেলা পরিষদ সদস্য আব্দুর রহমানসহ সর্বস্তরের প্রায় দশ হাজার মানুষ খেলা উপভোগ করে।

গভীর রাত পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ সকল সর্বস্তরের মানুষ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলাটি উপভোগ করে। বাদ্যের তালে তালে ঘুরছে লাঠি। তারপর শুরু হয় লাঠিয়ালদের কেরামতি। শক্ত হাতে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখাতে থাকেন নানা কৌশল। যেখানে জয়-পরাজয় মুখ্য নয়। বরং দর্শকদের বিনোদন দিতেই এমন আয়োজন।

ঐতিহ্যবাহী এই খেলা দেখতে আগ্রহের কমতি ছিলনা এলাকাবাসীর। লাঠিয়ালদের অপূর্ব কৌশল দেখে মুগ্ধ দর্শকরা। নিয়মিত এমন আয়োজন দেখতে চান তারা।

আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী লাঠি খেলা আয়োজনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। সাফল্যের ধারাবাহিকতায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলাকে বাঁচিয়ে রাখতে আগামী বছরও এমন আসর আয়োজন করতে চান তারা।