মনপুরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণ

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) সংবাদদাতা :
“শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে সমাজিক দূরত্ব বজায় রেখে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে।

এছাড়া দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের (২০১৯-২০২০)অর্থ বছরে এল,জি,এস,পি-৩ প্রকল্পের মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধ হতে ভিজিডি কার্ডধারী পরিবারের মাঝে প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার ও ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। (২০২১-২০২২) অর্থ বছরের ইউনিয়নের ৫৪৭জন সুধিবাভোগীর হাতে ভিজিডির কার্ড তুলে দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ এর সভাপতি মিসেস সেলিনা আক্তার চৌধুরী।

বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল ,মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মোঃআজাদ সহ ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।