দোহার প্রেসক্লাবের নতুন ভবন কাজের উদ্ভোধন

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহার উপজেলার দোহার প্রেসক্লাবের স্বপ্নের ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বুধবার (১৬ নভেম্বর) দুপুরে দোহার প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন দোহার প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

মো. আলমগীর হোসেন বলেন, এ প্রেসক্লাব একদিন সম্পূর্ণ হয়ে যাবে। আমরা একদিন কেউ বেঁচে থাকবো না। পৃথিবীর চিরাচরিত নিয়ম অনুযায়ী আমাদের সবাইকেই মরে যেতে হবে। নতুন যারা আসবে, তারা আমাদের কথা বলবে। তখন নতুন প্রজন্মের সাংবাদিকরা সাংবাদিকতা করবে। এখানে এসে তখন স্মৃতিচারণ করবে যে, আমাদের পূর্ব পুরুষ সাংবাদিকতায় কারা কারা জড়িত ছিলো। কারা কারা এ ভবন করে গেছেন। এটা ইতিহাস হয়ে থাকবে এবং সেই ইতিহাস নিয়ে আলোচনা থাকবে সেই নতুন প্রজন্মের সাংবাকিদের মধ্যে।

তিনি উপস্থিত সকল সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং সব সময় সত্যের সাথে থাকবেন।

দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুবুর রহমান টিপু, নবাবগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল হক, সুতাড়পাড়া ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য আবেদ সওদাগর, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সজল আস্রাফ খান, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শফিকুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রলীগের সহ- সভাপতি শিহাব-উর-রহমান শিকদার. ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত,

দোহার প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক আবু নাইম মোহাম্মদ তাইমিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, কার্যকরী সদস্য মো. তারেক রাজীব, মোহাম্মদ শাহজাহান, দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি মো. সেুজন হোসেন, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মো. জুবায়ের আহম্মেদ, দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি মো. কামাল হোসেন, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি নাজমুল হোসেন,দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি নাজনীন শিকদার, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মহিউল ইসলাম পলাশ, একুশের কন্ঠের প্রতিনিধি আবুল হাশেম ফকির, এশিয়ান টিভির নবাবগঞ্জ প্রতিনিধি ফিরোজ হোসেন, নববাংলার পত্রিকার প্রতিনিধি রাহাত মামুন, রিমন হোসেন, নিউজ ৩৯ এর আব্দুর রহিম, জাগ্রত জনতার দুলাল হোসেন,সহ স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ।