কাশিয়ানীতে মাইকিং করায় রাজপাটের শুক্তাগ্রামের রাস্তায় লোকজনের চলাচল বন্ধ

মো. জান্নাত মোল্লা :

গোপালগঞ্জ জেলার রাজপাট ইউনিয়নে ইউএনও এবং রাজপাট ইউনিয়নের চেয়ারম্যান মো.মনিবুর রহমান খান এর নেতৃত্বে রাজপাট শুক্তাগ্রাম, ধোপাপারা এবং অন্যান্য এলাকাই মাইকিং করে সবাইকে করোনার সতর্কতা সম্পর্কে জানানো হচ্ছে।

প্রথম দুইদিন সেখানকার মানুষদের মাঝে এ বিষয়ে বিশৃ্ঙ্খলা ছিলো। কিন্তু গতকাল থেকে প্রায় কেউ রাস্তায় বের হচ্ছেন না বললেই চলে। কেউ ঘরের বাইরে গেলে পুলিশ সাজা দিচ্ছেন। সবসময় পুলিশ টহল অব্যাহত রাখছে।

আমরা ছবিতে দেখতে পাচ্ছি শুক্তাগ্রাম এবং ধোপাপাড়ার জনমানবহীন কিছু দৃশ্য।

gif maker

আমরা দেখতে পাচ্ছিযে, শুক্তাগ্রাম এবং ধোপাপাড়ার রাস্তায় কোনো লোকের সমোগম নেই। কেউ নিজের বাসা থেকে বের হচ্ছেন না।

আরও দেখতে পাচ্ছি ধোপাপাড়ার মাঠে নেই কোনো মানুষ।মসজিদেও মানুষ নেই। থাকলেও তারা তাদের মাঝে দুরুত্ব রেখে বসে তাদের কাজ করছেন।

মাঠে নেই কোনো কৃষক। তবে মাঝে মাঝে দেখা যাই দু’একজনকে, যারা মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন এবং এবং মাথায় পরে টুপি পরে বা গামছা বেঁধে বের হচ্ছেন।

এ বিষয়ে তাদের জিজ্ঞাসা করলাম। তারা জানালো, তারা গরিব মানুষ। কাজ না করলে পেটে ভাত যাবে না। আরও জানালো এখন এই প্রচন্ড রোদের জন্য জমিতে পানি বেশিক্ষণ থাকতে পারে না। তাই তাদের বেশি বেশি করে পানি দিতে হচ্ছে। ফলে তারা সুযোগ মতো বের হয়ে জমিতে পানি দেওয়ার কাজ সারছে।