জনপ্রিয় ফল কলা বাম্পার ফলন হওয়ার পরও আশানুরূপ দাম পাচ্ছে না কৃষকরা

ফজলে রাব্বি, মহেশপুর প্রতিনিধি:

কলা এক প্রকারের দেশ ব্যাপি জনপ্রিয় ফল। সাধারণত উষ্ণ জলবায়ু সম্পন্ন এলাকা সমূহে কলা ভাল জন্মায়। বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে কলা অন্যতম প্রধান ফল। জানাগেছে ঝিনাইদহ, মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় ব্যাপকভাবে কলার চাষ হয়ে আসছে।

gif maker

এদিকে একই উপজেলার মান্দার বাড়িয়া গ্ৰামের কৃষক শরিফ উদ্দিন জানান ইতিপূর্বে কলা চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছেন।

এবার কলা বাম্পার ফলন হয়েছে কিন্তু বর্তমানে দেশে করোনা ভাইরাসের আক্রমনের কারণে লকডাউন চলছে তাই কলা বেচা বিক্রি কম। তারপরও অন্যান্য বারের চেয়ে দামেও কম।

তিনি আরও জানান, আজ তিনি ২০০ কাঁধি কলা বিক্রয় করেছেন প্রতি কাঁধির মূল্য ১৯০ টাকা দরে যা অন্যান্য সময় বিক্রয় করে প্রতি কাঁধি কলা ৩০০ থেকে ৩৫০ টাকা দরে । এ অবস্থায় কৃষককুল দিশেহারা হয়ে পড়ছে।