তিতাসের রাজাপুরে ব্যক্তিগত উদ্যোগে শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

মেহেদী হাসান
তিতাস কুমিল্লা (প্রতিনিধি) :

সারাবিশ্ব যখন করোনাভাইরাস এর কাছে অসহায়, সমাজের বিত্তবানদের দিকে যখন তাকিয়ে, সে সময় তিতাস উপজেলার বিত্তবানরা অসামান্য অবদান রেখে চলেছেন।

এরই ধারাবাহিতায় কুমিল্লার তিতাসে রাজাপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে রবিবার দুপুরে কর্মহীন ও অসহায় ১১১টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রবাসী আরিফুল ইসলাম সরকার, বিশিষ্ট ব্যক্তি দেলোয়ার হোসেন সরকার, নাছির উদ্দিন সরকার ও আবুল কাশেম সরকারের আর্থিক সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিরতণ করা হয়।

gif maker

করোনা ভাইসারের প্রাদুর্ভাব রোধে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ, ১ কেজি ডাল, ১ কেজি তৈল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও ওয়ার্ড মেম্বার মো. মহসীন সরকার প্রমুখ।

এমআরআর