লকডাউন নিশ্চিত করতে কঠোর অবস্থানে তিতাস উপজেলা চেয়ারম্যান

মেহেদী হাসান, তিতাস (প্রতিনিধি) :

সারাদেশব্যাপী চলছে লকডাউন। কোনক্রমেই নিয়ন্ত্রণ আনা যাচ্ছেনা অসচেতন মানুষদের। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী আছে কঠোর অবস্থানে। এর পাশাপাশি জনপ্রতিনিধিরা ও স্বেচ্ছাসেবক দল তৈরি করে অবস্থান নিয়েছেন বিভিন্ন রাস্তায়।

এর মাঝে তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারকে জনস্বার্থ চিন্তা করে বেশ কঠোর অবস্থানেই থাকতে দেখা যাচ্ছে।

তিনি তার উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতি নির্দেশনা দিয়েছেন, প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রতিটি গ্রামে যাতে লকডাউন নিশ্চিত করা হয়।

gif maker

 

তিনি উপজেলা পরিষদ থেকে খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এলাকার বিভিন্ন অলিগলির রাস্তা বন্ধ করে দিয়েছেন। এক গ্রামের মানুষ যাতে অন্য গ্রামে না যা সে কথা তিনি হ্যান্ডমাইকে বলে সবাইকে সচেতন করছেন। অতি প্রয়োজনে ছাড়া কাউকে বের না হবার নির্দেশ দিচ্ছেন।

এ সময় তিনি বলেন, প্রিয় তিতাসবাসী, আপনারা ঘরে থাকুন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুন। অন্যদের নিরাপদ থাকতে দিন। সেবা আপনার কাছে পৌঁছে যাবে। আপনাকে সেবার জন্যে বাহিরে আসতে হবেনা।