করোনা মোকাবেলায় চাঁদপুর দৃষ্টান্ত অন্যদের অনুসরণ করতে বললেন প্রধানমন্ত্রী

 

প্রিয় সময় ডেস্ক :

করোনা মোকাবেলায় চাঁদপুর দৃষ্টান্ত অন্যদের অনুসরণ করতে বললেন প্রধানমন্ত্রী।

এর কারণ হিসেবে বলা হয়েছে চাঁদপুরে চালু হয়েছে সততা স্টোর। সেখানে নিত্য প্রয়োজনীয় পণ্য রাখা হয়। কোনও বিক্রেতা থাকে না। ক্রেতারা নিজেদের চাহিদামত বাক্সে টাকা রেখে ওজন দিয়ে প্রয়োজনীয় পণ্য নিয়ে যান।

চাঁদপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, ৬ দিনে ২ লাখ ৬৬ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে।

এছাড়াও চাঁদপুরে ৪টি হোটেল খোলা হয়েছে, যেখানে মানুষ বিনামূল্যে খাচ্ছে। প্রতিদিন সেখানে ২০০০ লোক খাবার নিচ্ছে।

gif maker

অন্যদিকে চাঁদপুরে দুটি ফোন লাইন রাখা হয়েছে। যারা লজ্জায় রিলিফ নিতে চান না, তারা ফোন করলে তাদের ঘরে রাতে খাবার ও রিলিফ পৌঁছে দেয়া হচ্ছে।

এর জন্য ১০০ জন ভলান্টিয়ার রয়েছে। যারা ৬দিনে ৬৮০ জনকে গোপনে রিলিফ দিয়েছেন।

/শিক্ষার্থীদের যাতে পড়াশুনার সমস্যা না হয় তার জন্য চাঁদপুরে অনলাইনে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা।

চাঁদপুরের ২টি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে, সাবান স্যানিটাইজার, মাস্ক, ৫০ শতাংশ কম মূল্যে বিক্রি করা হচ্ছে।

চাঁদপুরে সবজি ও নিত্য পণ্য সরবরাহের মোবাইল দোকান। যাদের যা দরকার তা ক্রেতার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে গাড়ি।