ফরিদগঞ্জে পাউবির জায়গায় অবৈধ দখলদারদের অর্ধশতাধিক দোকান নির্মাণ চলছে

ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজারের দক্ষিণ পাশে নব-নির্মিত ব্রিজের পূর্বাংশে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১০ দশ কোটি টাকার জায়গা অবৈধ দখলবাজরা রাতের আঁধারে অর্ধশত দোকান নির্মাণ করে চলছে।

সরেজমিনে জানা যায়, ক্ষমতাসীন দলের নামধারী কতিপয় নেতা একত্রিত হয়ে এ দখলদারিত্ব করছে। তাদের ক’জনের সাথে কথা বলে জানা যায়, বর্তমান ইউপি সদস্য মোঃ জসিমউদ্দিন পাঠান, সাবেক মেম্বার মোঃ মাঈনুদ্দিন পাটওয়ারী, মোঃ সাইফুল ইসলাম, আলম পাঠান, মোঃ শহীদ ,বতু, সোহেল গাজী, আলমগীর হোসেন, আলম গাজী, সুমন খান, রফিক মিজি, জাহাঙ্গীর খান, মমিনুল হক ভূঁইয়া, মজিব পাঠানসহ আরো কয়েকজন সংঘবদ্ধ হয়ে রাতের আঁধারে দখল করে দোকার নির্মাণ করে চলছে। প্রশাসনের লোকজনের এ বিষয়ে কোন ধরনের খবরদারি নেই।

দখলদারদের মধ্যে মাঈনুদ্দিন পাটওয়ারী সত্যতা স্বীকার করে জানান, জায়গাটি পূর্বের লীজ নেওয়ার মেয়াদ উর্ত্তীণ হওয়ার পর প্রায় এক বছর লীজ বর্হিভূত পড়ে থাকে পাউবির প্রায় ২ একর সম্পত্তি। বর্তমানে লীজ নেই তাছাড়া ধানুয়া-গাজীপুর ব্রীজটি সম্প্রতি নির্মান কাজ শেষ হওয়ায় জায়গাটির বেশ গুরত্ব বেড়েছে। তাই আমরা কয়েকজন মিলে দখলে নিয়েছি, পাউবি লীজ দিলে আমরা নিতে চেষ্টা করবো।

দখলদার ও ইউপি সদস্য মোঃ জসিমউদ্দিন পাঠান বলেন, জায়গা খালি পেয়ে আমি সবজী বাগান করতে দখল করেছি। তবে আমার পাশে^ই দোকান নির্মান হচ্ছে।

এ বিষয়ে পাউবির জায়গায় পরিচালিত একটি কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির পাটওয়ারী জানান, আমার স্কুল কক্ষটির তালা ভেঙ্গে রাতের আধাঁরে কে বা কারা ৮০ বস্তা লবণ রেখেছে। পরে জিজ্ঞাসাবাদে জানতে পাই ওই এলাকার সাবেক মেম্বার সাইফুল ইসলাম এই কান্ড করেছে।


এ বিষয়ে সাবেক মেম্বার সাইফুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, আমার প্রজেক্টের লবন এসেছিল রাখার জায়গার সমস্যায় স্কুল কক্ষে ৮০ বস্তা লবন রেখেছি। অবৈধ দখল নিয়ে দোকান নির্মানের বিষয়ে বলেন, আমি এর সাথে জড়িত নাই।

দখলের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, আমি আজকেই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাউবিকে অবহিত করবো।

এ বিষয়ে পাউবির চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সেকশন অফিসার মোঃ ওয়াহিদুর রহমান ভূঁইয়া মুঠোফোনে জানান, আমাদের ওখানে প্রায় ২ একর সম্পত্তি রয়েছে। আমি অবৈধ দখলদারদের আগামি কাল (২১ জুন/২০ইং) বেলা ১২ টা পর্যন্ত সময় দিয়েছি নিজ নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য। যদি এ সময়সীমার মধ্যে না সরিয়ে নেয় তা হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো। আজ ২০ জুন শনিবার দোকানগুলোর চালে টিন লাগানো হচ্ছে প্রশ্নের জবাবে বলেন, কালকে ব্যবস্থা নেওয়া হবে।