শেরপুরে ননদ-ভাবিসহ ৫ জনের শরীরে করোনা শনাক্ত : জেলায় মোট আক্রান্ত ২৩৫

শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরে ননদ-ভাবিসহ নতুন করে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমন সনাক্ত করা হয়েছে।এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৩৫ জন।এদের মধ্যে ১৩১ জন সুস্থ হয়েছেন।আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সনাক্তের মধ্যে শেরপুর সদরে ২ জন,নালিতাবাড়ী ৩ জন রয়েছেন। (২৭ জুন) শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পাঠানো তথ্যে জেলা সিভিল সার্জন ডাঃএকেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য জানান।

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে সনাক্ত ব্যাক্তির মধ্যে নালিতাবাড়ী পৌর শহরের এক পরিবারের ননদ (৪৮) ও ভাবি (৬০) এবং কাপাসিয়া এলাকার এক ব্যবসায়ী রয়েছেন। এছাড়া আক্রান্ত অন্য দুইজন সদর উপজেলার স্থানীয় বাসিন্দা। আক্রান্তরা সবাই বাড়িতে আইসোলেশনে আছেন।

উল্লেখ্য,জেলায় আক্রান্ত ২৩৫ জনের মধ্যে শেরপুর সদরে ৯৭, নালিতাবাড়ীতে ৫০,নকলায় ৪৫,শ্রীবরদীতে ১৯,ও ঝিনাইগাতী উপজেলায় ২৪ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে নয়জন চিকিৎসকসহ ৪৩ জন জন স্বাস্থ্যকর্মী ও ২৪ জন পুলিশ সদস্য রয়েছেন।