শ্রীবরদীতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শিরোনামে ডকোমেন্টারি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

শেরপুর জেলা প্রতিনিধি :

সারাদেশের ন্যায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শেরপুরের শ্রীবরদীতে ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শিরোনামে ডকোমেন্টারী তৈরী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(২ জুলাই) বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমেশ্বরীতে হলে সামাজিক দূরত্ব বজায় রেখে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলার ২৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে টেংগরপাড়া উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার,সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোশারফ হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।