ঝিনাইগাতীতে উপজাতি পরিবারের মধ্যে পুলিশ সুপারের খাদ্যসামগ্রী বিতরণ

 

শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম গজারীকুড়া এলাকায় ১২০টি উপজাতি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।

৬ জুলাই (সোমবার) দুপুরে গজারীকুড়া ও ছোট গজনী গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দরিদ্র অসহায় উপজাতিদের কথা ভেবে শেরপুরের পুলিশ সুপার এসব খাদ্যসামগ্রী এলাকায় গিয়ে নিজ হাতে বিতরণ করেন।

এসময় শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান, ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন, ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, শেরপুরের পুলিশ বাহিনী জনগণকে নিরাপত্তা দেওয়া সহ সামাজিক দায়িত্বটাও পালন করছে মানবিকভাবেই। নিজেদের ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন সহায়তার নানা কার্যক্রম চলছে। জেলা পুলিশের পক্ষ থেকে অসহায়দের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।