শেরপুরের শ্রীবরদীতে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

শেরপুর প্রতিনিধি :

দেশব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিদারুণ অর্থ কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী বরাবর প্রণোদনা প্রাপ্তির প্রত্যাশায় কর্মহীন শিক্ষকদের নিয়ে এ মানববন্ধন করা হয়।

(১১ জুলাই) শনিবার সকাল ১১টা থেকে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার ৩০টি কিন্ডারগার্টেনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে কর্মহীন শিক্ষকদের মানবেতর জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক এম.এ ছাত্তার বাবু, যুগ্ম- আহবায়ক আবুল কাশেম, যুগ্ম-আহাবায়ক হাফিজুর রহমান ফারুক, যুগ্ম-আহবায়ক রনি চন্দ্র মোদক, সদস্য মিজানুর রহমান (মমিন) ও সবুজ মিয়া প্রমুখ।

মানববন্ধনে উপজেলার ৩০টি কিন্ডারগার্টেনের কয়েক শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।