শ্রীবরদীতে স্বেচ্ছাসেবী সংগঠন রংধনুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু-র উদ্যেগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। আজ ১৬ ই জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার মহোদয়, সহকারী অফিসার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান, উপজেলা চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃআলী লাল, বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু সালেহ, বিশিষ্ট সমাজসেবক রনি চন্দ্র মোদক, শ্রীবরদী স্বেচ্ছাসেবী সংগঠন রংধনুর সন্মানিত সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইন ও সদস্যবৃন্দ।


উক্ত কর্মসূচীতে প্রায় ২৫০ শতাধিক বৃক্ষ(ফলজ,বনজ) রোপন করা হয়। এগুলো উপজেলার বিভিন্ন রাস্তা ধারে রোপন করা হয়।
কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার মহোদয় উক্ত সংগঠনের সকলের প্রতি নানান দিক নির্দেশনা তুলে ধরেন।

তিনি বলেন, আমাদের উপজেলায় এইরকম স্বেচ্ছাসেবী দরকার। তিনি সংগঠনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন উক্ত কর্মসূচীতে সভাপতি জুয়েল আহমেদ জানান, আমরা মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবো।


সাধারণ সম্পাদক ইমরান হোসাইন জানান, আমাদের সংগঠনের নির্দেশনা মোতাবেক আমরা নিরলসভাবে কাজ করে যাবো ।

সেখানে আরও উপস্থিত ছিলেন আরফান আলী, জাকারিয়া খান জাহিদ, রিফাত মিয়া সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।