সর্দি কাশি জ্বর নিয়ে কোরবানির হাটে না আসার নির্দেশ : উপজেলা প্রশাসন দোহার

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :

আজ ২৭ জুলাই বিকাল ৫ টায় জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার দোহারের নির্দেশে কোরবানির হাটের স্বাস্থ্য বিধি মনিটরিং করেন উপজেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দোহার, ঢাকা, জনাব জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় তিনি হাটের ইজারাদার, ক্রেতা বিক্রেতা সকলের উদ্দেশ্যে সরকারী নির্দেশা জানিয়ে দেন।

তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে দোহারের পশুর হাটে স্বাস্থ্য বিধি মানাতে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

ইতোমধ্যে মাস্ক পরে হাটে প্রবেশের নির্দেশনা সহ জনসমাগম রোধে গরু ছাগলে নিয়ে প্রবেশ বাহির পথ আলাদা করার নির্দেশ হয়েছে। সর্দি জ্বর কাশি ও অতিরিক্ত তাপমাত্রার কোন মানুষকে হাটে না আসার পরামর্শ দেন তিনি।