দোহার গ্রাজুয়েট এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনি সভা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকা জেলার দোহার থানার নারিশা চৈতাপাথর এলাকার ইন্জিনিয়ার মেহবুব কবিরের বাসায় দোহার গ্রাজুয়েট এসোসিয়েশন অব দোহারের সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২ আগস্ট (রোববার) সন্ধ্যায় উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর মেহেবুব ভিলায় গ্রাজুয়েট এসোসিয়েশন অব দোহার (জিএডি)এর কার্য নির্বাহী সদস্য এ কে এম খালেদুজ্জামান জুয়েলের সঞ্চালনায় ২০২০-২০২১ইং এর কার্যকরি পরিষদের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে ভার্চুয়্যাল সাক্ষাৎ এর মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন ও নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মেহবুব কবির ও সম্পাদক রোকেয়া পারভীন জুঁইকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জানা যায়, গত সোমবার উপজেলার একটি অভিজাত হোটেলে ৪৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যকরি পরিষদ গঠন করা হয়।

গ্রাজুয়েট এসোসিয়েশন অফ দোহার (জিএডি)। ২০২০-২০২১-এর কার্যকরি পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নারিশা ইউনিয়নের ইঞ্জিনিয়ার মেহবুব কবির ও সাধারন-সম্পাদক রোকেয়া পারভীন জুঁই।সহ-সভাপতি ডা.সাইফুল ইসলাম জুয়েল, দেলোয়ার হোসেন, কাইয়ুম হোসেন, শেখ আনার কলি পুতুল, অ্যাডভোকেট এ কে এম শহিদুল ইসলাম, অ্যাডভোকেট ফজলুল হক বেলায়দি, ইয়াকুব আলী আকন্দ, অধ্যাপক মো.এমদাদুল হক জুয়েল।যুগ্ন সাধারন-সম্পাদক দেওয়ান আব্দুল মান্নান, মো.জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, মো.একরাম হোসেন শাহীন।

সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, অর্থ সম্পাদক আব্দুল মালেক রাজু, দপ্তর সম্পাদক ডা,আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, আইন বিষয়ক সম্পাদক মো.ফারুক হোসাইন, শিক্ষা সংস্কতি ও সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন, স্বাস্থ্য সম্পাদক ডা.মো.ফেরদৌস-উর রহমান বিদ্যুৎ, ত্রান ও পূর্নবাসন সম্পাদক জিয়াউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আলহক, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনু আক্তার,আন্তজার্তক সম্পাদক মো. মোস্তফা কামাল মকুল, তথ্য প্রযুক্তি সম্পাদক মনিরুজ্জামান বাবু।পরিচালনা পরিষদের কার্য নির্বাহী এম এ রহিম, এ বি এম জহির উদ্দিন, নিজামুল হক তরুণ, এ কে এম খালেদুজ্জামান জুয়েল, সুরুজ আলম, ম শ্রী নলিনি রঞ্জন মন্ডল, এইচ এম ফরিদ, অ্যাডভোকেট শাহিন-উল ইসলাম, মো.আলমগীর কবির আনোয়ার, অ্যাডভোকেট জহিরুল ইসলাম বিল্পব,নারিশা ইউনিয়নের ইঞ্জিনিয়ার আতাউর রহমান, কুসুমহাটি ইউনিয়নের অ্যাডভোকেট ইউনুস আলী রানা,বিলাশপুর ইউনিয়নের ইঞ্জিনিয়ার আল মামুন তুহিন, মাহমুদপুর ইউনিয়নের সাইফুল ইসলাম, অ্যাডভোকেট বেলায়েত হোসেন বাবু, মো.এরশাদ হোসেন, ব্যারিষ্টার ইব্রাহীম কার্দী।

পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য আইযুব আলী, আলহাজ্ব মো.আশরাফ আলী, ইঞ্জিনিয়ার হুমায়ন কবির ও অধ্যাপক মহিউদ্দি প্রমুখ।

এমআরআর/এমএম/প্রিয় সময়