বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

শিরিন শারমিন :

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় দোহারে বন্যা দুর্গত মানুষের জন্য পরিচালিত লঙ্গরখানায় উন্নত মানের খাবার পরিবেশন করেছেন সেনাসদস্যরা। ঈদের আনন্দকে বন্যা দুর্গত মানুষের সাথে ভাগ করে নেয়ার লক্ষ্যে ঈদের তৃতীয় দিনে সেনা সদস্যদের দ্বারা এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কিছুদিন যাবৎ পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নদী উপকূলবর্তী লোকজন বন্যা কবলিত হয়ে অসহায় জীবন যাপন করছে। এই বন্যা কবলিত মানুষের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারি এবং ব্যক্তি উদ্যোগে দোহার উপজেলার বেশ কয়েকটি লঙ্গরখানা পরিচালিত হচ্ছে, যেগুলোতে বন্যাকবলিত মানুষজন তিনবেলা খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে। এই বন্যাকবলিত মানুষগুলোর জীবনে ঈদের আনন্দ নিয়ে আসার জন্য সেনা সদস্যরা ঈদের দিন থেকে কোরবানির মাংস বিতরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় আজ কয়েকটি লঙ্গরখানায় কুরবানির মাংস রান্না করে বন্যা দুর্গত মানুষের মাঝে পরিবেশন করেন সেনা সদস্যরা। সেনাবাহিনীর এই অভাবনীয় উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার সাধারণ মানুষ।