মনপুরা কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাকিবুল হাসান, মনপুরা ভোলার সংবাদদাতা :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের সাথে একাত্মতা পোষণ করে দক্ষিণ জোন কোস্টগার্ড বৃক্ষরোপণ কর্মসূচির অংশগ্রহণ করে।

সারাদেশে কোস্ট গার্ডের আওতাভুক্ত এ কর্মসূচি অংশ হিসেবে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনাল কমান্ডার মাইদুল ইসলামের উদ্যোগে মনপুরা উপজেলা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় মনপুরা উপজেলা হাজির হাট ইউনিয়নের সোনার চর গ্রামে কোস্টগার্ডের অফিস অঙ্গিনায় ফলের গাছ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড প্রতি বছর প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী পরিবেশবান্ধব গাছ রোপণে নিয়মিতভাবে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন দক্ষিণ জোনাল কমান্ডার মাইদুল ইসলাম

এই সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মৃৎসজীবী লীগের সভাপতি নাসির মোহাজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

১৬ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ মুহররম ১৪৪২ হিজরি, বুধবার