ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় চেয়ারম্যানের ক্ষোভ প্রকাশ

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অনিয়ম ও সমন্বয়হীনতার কারণে উপজেলা চেযারম্যান ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার অটিটরিয়ামে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান বলেন, সরকার যখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করছে তখন কিছু অসাধু লোক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করে দেশের সম্পদ বিনষ্ট করছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষ্যে সারাদেশে এক কোটি গাছের চারা রোপনের নির্দেশনা রয়েছে আর ফরিদগঞ্জে কারনে অকারনে অবাধে গাছ কাঁটা হচ্ছে । নিয়ম নীতির ও টেন্ডার প্রক্রিয়া না মেনে জনৈক স’মিল ও কাঠ ব্যবসাযীর যোগসাজসে সরকারী গাছ বিক্রি করা হচ্ছে। প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের দিকে ঠিলে দিচ্ছে।

রাস্তাগুলোর বেহাল দশা উল্লেখ করে বলেন, পরিষদের ভুলের কারণে গত জুনে প্রায় ১৯ লাখ টাকা ফেরৎ গেছে। মূল ফান্ডই ফেরৎ যাচ্ছে, বাড়তি বরাদ্দ আনা তো দূরে থাক।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ভিটামিন “এ” ক্যাম্পেইন ২০২০ বিষয়ে অবহিত করেন।

সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম,অফিসার ইন চার্জ আবদুর রকিব, প্রেস ক্লাব সভাপতি কামরুজ্জামান , সরকারী দপ্তরগুলোর প্রধানগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

 

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

১৭ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ মুহররম ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার