স্বরূপকাঠিতে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ মাসুদুল আলম অপু
স্বরূপকাঠী প্রতিনিধি :

জাতীয় সমবায় দিবস উপলক্ষে স্বরূপকাঠিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, সমাজ থেকে দারিদ্রতা দুরী করনের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে সমবায়ের সৃষ্টি করেছিলেন। জাতির জনক সমবায় ভিত্তিক দেশ গঠনের লক্ষ্য নিয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। আত্মনির্ভরশীর হওয়ার জন্য সমবায়কে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান মন্ত্রী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ। সভা শেষে সফল সংগঠন, সফল সমবায়ী, করোনা সময়কালীন সহায়তা প্রধানে অবদানের জন্য পুরস্কার বিতরন করা হয়।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

০৭ নভেম্বর ২০২০ খ্রি. ২২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার

 s