স্বাস্থ্যবিধি না মানায় ক্যাফে ঝীলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

সাদ্দাম হোসেন ॥ চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় ৬ মামলায় ১২ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালাত। গতকাল ৯ জুলাই শুক্রবার সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড, কালীবাড়ি মোড়, পালবাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, সকালে মোবাইল কোর্ট পরিচালনাকালে ইলিশ চত্বরের পাশে থাকা ক্যাফে ঝীল রেস্টুরেন্টকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাসহ ৬টি মামলায় মোট ১২ হাজার ৯শ’ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে পালবাজার এলাকায় বাজার মনিটরিং করা হয় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে সকলকে সচেতন করা হয়। তিনি আরো জানান, গত ক’দিন যাবত চাঁদপুরে আবারো করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে। এরই প্রেক্ষিতে আবারো ব্যাপকভাবে মোবাইল কোর্ট চলমান থাকবে।

এএমএসএইচ