চাঁদপুরে ঈদের জামাতে করোনা থেকে মুক্তির জন্য দোয়া কামনা

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
চাঁদপুরে পবিত্র ঈদুল আজহার জামাতের পর করোনা মুক্তির জন্য দোয়া করা হয় সব মসজিদে।

বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭ টায় স্বাস্থ্যবিধি মেনে জেলা শহরের বিভিন্ন মসজিদে
ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারও করোনাভাইরাসের কারণে খোলা মাঠে জামাত অনুষ্ঠিত হয়নি। এর ফলে মুসল্লিরা পাড়া-মহল্লার মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করেছেন।

ঈদের জামাতে প্রশাসনিক কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। পরে নামাজ শেষে করোনারভাইরাস থেকে মুক্তিসহ দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

চাঁদপুর পবিত্র ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় শহরের কালেক্টরেট জামে মসজিদে।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধকল্পে সরকারের নির্দেশনায় শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদে নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাস থেকে মুক্তি এবং অসুস্থদের সুস্থতার জন্য দোয়া করা হয়।