দোহারে নতুনকরে ৭৪ জনের দেহে করোনা শনাক্ত, মোট শনাক্ত : ১৫২২

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকা দোহারে নতুন করে ৭৪ জনেরে দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২২ জনে।

রবিবার (২৫ জুলাই) সকাল ১১টা ১০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, গতকাল শনিবার উপজেলা থেকে ১২৯টি নমুনা পাঠানো হয়। এ থেকে ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ডা. মো. জসিম উদ্দিন বলেন, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫৬ দশমিক ৯২শতাংশ। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডা. মো. জসিম উদ্দিন বলেন, উপজেলায় এখন পর্যন্ত মোট ৬ হাজার ৯৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২২ জন মারা গেছেন। হাসপাতালে মোট ভর্তি রয়েছে ১৪জন বাকি গুলো বাসায় চিৎসাধীন রয়েছে।