২৫ জুনের এসএসসি পরীক্ষা একদিন আগালো

নিজস্ব প্রতিবেদক :

পদ্মা সেতু উদ্বোধনের কারণে এবছরের এসএসসি ও সমমানের ২৫ জুনের পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে।

রোববার (১২ জুন) ২০২২ সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

শনিবার (১১ জুন) ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রুটিন অনুযায়ী ২৫ জুন ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আরও জানান, ট্রাফিক পরিস্থিতি মাথায় রেখে আগামী বছর থেকে পরীক্ষার সময় পরিবর্তন করার চিন্তাভাবনা করছে সরকার।

আগামী ১৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে ঠিকমতো ক্লাস না হওয়ায় প্রতিটি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে দুই ঘণ্টার পরীক্ষা নেয়া হবে।

এবছর এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ২০ লাখ ২১ হাজারের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা নেয়া হবে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে।