সিত্রাং

অশোক কুমার রায় :

এবারের কালী পূজো নিয়ে গেল ভয়াভয় সিত্রাং
আতশবাজী আর মাটির প্রদীপের আলো
নিভে গেল ঘোর অমাবশ্যায়
ভেঙ্গে গেল মেঘনার বাঁধ
ডুবে গেল কত স্বপ্নের ঘর।

বিপন্ন জীবন নিয়ে সাইক্লোন শ্লেটারে আশ্রয় নিতে গিয়ে-
দেখলাম সর্বগ্রাসী মেঘনার ভয়াভয় রুপ
সে দেখলনা কোন উপসনালয়
ভেঙ্গে গেল মন্দির, মসজিদ ও গীর্জা
ধনী-দরিদ্রকে করে তুলল একাকার!

আশ্রয়হীনের সাথে আশ্রয়দাতাকে
করে দিল এক
কি ভয়াভয় রাত্রী, বেঁেচ থাকার আকুতি
আমি দু’চোখ দিয়ে দেখলাম
পশু-পাখি ও মানুষের আহাকার।

কালী পূজোর পরই ছিল ভ্রাতৃদ্বিতীয়া
বোনেরা সব ভুলে গেল
ভাইদের সামনের দিনের জন্য জানাতে শুভ কামনা
যমের দুয়ারে আর পড়লনা আর কাঁটা
বিধ্বস্ত বোনেরা যেন যমদূতের কাছে বন্দী।

সিত্রাং বুঝিয়ে দিল আমাদের সক্ষমতা
আমরা যে কেউই বড় কিছু নয়
এটাই তার বাস্তবতা।।