নূরুল্যাবাদে ফকিরনী নদীর খনন কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলার নূরুল্যাবাদে ফকিরনী নদীর (রাণী নদীর) খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন (১ম পর্যায়) (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন ফকিরনী নদীর কি:মি: ১৬.৫০০ হতে কি:মি: ৩০.৯০০ = ১৪৪০০ মিটার পুনঃখনন কাজের পনি উন্নয়ন বোর্ড নওগাঁর আয়োজনে মঙ্গলবার (০৬ ডিসম্বের) সকাল ১১টায় ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নের ত্রিমহোনী এলাকায় ফকিন্নী নদী (রাণী নদীর) মুখে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রায় ১৪.৪ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করা হয়। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী জনাব আরিফউজ্জামান খান এর সভাপতিত্বে ভিড়িও কনফারেন্স এর মাধ্যমে নদী খনন কাজের উদ্বোধন করেন মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক, সংসদ সদস্য ৪৯, নওগাঁ-৪ (মান্দা); সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক।

আরো উপস্থিত ছিলেন ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইয়াছিন আলী প্রামানিক, বিষ্ণপুর ইউনিয়নরে চেয়ারম্যান এস এম গোলাম আযম প্রমখ।

এসময় বক্তারা বলেন, নদী খননে তৃণমূলের কৃষি আরো উচ্চতায় পৌঁছাবে।


সারা দেশে নদীগুলোকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। কারণ বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশের নদীগুলো সচল হলে তৃণমূলের কৃষি ঘুরে দাঁড়াবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ৬৪টি জেলার অভ্যন্তরীণ নদী খনন প্রকল্পের আওতায় এই নদী খনন করা হবে। মান্দার এই নদী খনন সেই উন্নয়নের ধারাবাহিকতার অংশ।