প্রভু, আমাকে রক্ষা কর

ক্ষুদীরাম দাস

গীতসংহিতা ৩ ঃ ১-৩ পদ

প্রভু, আমাকে রক্ষা কর
আমার হৃদয়কে রক্ষা করা
যেন হৃদয়ে যা কিছু পোষণ করি
যেন সবই সতর্কতার সহিত নিয়ন্ত্রণ করি।
আমি চাই না-অশ্লীল, পাপপূর্ণ ও স্বার্থপরতা;
যা’ সম্পর্কের ক্ষতি করার পথ তৈরি হয়।

প্রভু, আমাকে রক্ষা কর
আমার হৃদয়কে রক্ষা করা
অসংখ্য শত্রæ আমার পিছু তাড়িছে,
আমার চিন্তা, কথা, স্বভাব দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করো।

প্রভু, আমাকে রক্ষা কর
আমার হৃদয়কে রক্ষা করা
আমায় মন্দ লোকের মন্দতা হতে রক্ষা কর।
আমি নিয়ন্ত্রণ করতে চাই, আমার দুষ্ট অনুভূতি, দুষ্ট দৃষ্টিভঙ্গি।
তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমার ঢালস্বরূপ!

প্রভু, আমাকে রক্ষা কর
আমার হৃদয়কে রক্ষা করা
আমি ভেসে চলি দৈনন্দিন জীবনের ঘটনাস্রোতে! আমার শান্তির ঢাল ভেঙ্গে পড়েছে।
চাপের পরিস্থিতি আমায় ভাঙ্গছে অণুক্ষণ! আমার জন্যে সহানুভূতিশীল নেই কেউ;
আমি ধুলোয় মিশাতে চাই আমার অহংকার।
আমার মনোভাব পরিবর্তন করতে চাই ঈশ্বরীয় চিন্তায়।

প্রভু, আমাকে রক্ষা কর
আমার হৃদয়কে রক্ষা করা
আমার সময় অতিবাহিত হোক ঈশ্বরের উপস্থিতিতে।
আমার হৃদয় ভরিয়ে দিতে চাই
ধার্মিকতায় পবিত্র আত্মাকে সুযোগ দিয়ে।
নতুন ও পরিবর্তিত আমার বাকি জীবন ঈশ্বরীয় পথে প্রভাবিত হোক। আমেন।