করাচিতে ১০৭ আরোহী নিয়ে বাড়ির ওপর ভেঙ্গে পড়লো বিমান

নিউজ ডেস্ক :

পাকিস্তানের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দেশটির করাচী শহরে এক আবাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলে করাচীর জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারবাস A320 মডেলের বিমানটি লাহোর থেকে করাচিতে যাচ্ছিলো।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বিমানটিতে ৯৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু রয়েছে। বিমানটি আবাসন এলাকায় ভেঙ্গে পড়ায় অন্তত চারটি বাড়িও বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

এখনো হতাহতের কোন খবর নিশ্চিত করা সম্ভব হয়নি। যাত্রীদের পূর্ণাঙ্গ বিবরণ জানার চেষ্টা চলছে। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা গেছে।