মনপুরা স্বাস্থ্যকমপ্লেক্স ভিটামিন ‘এ’ প্লাস কাম্পেইন সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরায় ভিটামিন ‘এ’ প্লাস কাম্পেইন উপলক্ষে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ভিটামিন ‘এ’প্লাস কাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়,সভা পরিচালনা করেন মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত সাস্থ্য কর্মকর্তা ডাঃ মশিউর রহমান।

আগামী ৪থেকে ১৭ই অক্টোবর পযার্ন্ত ৭৩টি কেন্দ্রে চলবে মনপুরা উপজেলা ভিটামিন ‘এ’ প্লাস কাম্পেইন। সারা দেশের ন্যায় মনপুরা ও যথাযথভাবে পালন করা হবে, ভিটামিন’এ’ প্লাস কাম্পেইন। এতে করে ৬ মাস থেকে ০৫ বছরের সকল শিশু পাবে এই ভিটামিন ক্যাপসুল। একটি শিশু ও যাতে বাদ না পরে তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত সাস্থ্য কর্মকর্তা ডাঃ মশিউর রহমান ও হাসপাতালের সকল ডাক্তার নার্স ও স্টাফএবং সকল সাস্থ্য সহকারী ও সিএইচসিভিগন।

ভিটামিন-এ ক্যাপসুল অবহিতকরন সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সেলিনা আক্তার চৌধুরী, বিষেশ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সেলিম নিয়া। মনপুরা প্রেসক্লাব সভাপ্রতি আলমগীর হোসেন। প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান প্রমূখ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৩ অক্টোবর ২০২০ খ্রি. ১৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৫ সফর ১৪৪২ হিজরি, শনিবার