যিনা-ব্যা‌ভিচার বন্ধে আমাদের করণীয়

হাফেজ মুসাদ্দেক আল আকিব, সাংবাদিক ও কুরআন প্রশিক্ষক :

বর্তমানে যিনা-ব্যভিচার মহামারী আকার ধারণ করেছে। সমাজ থেকে এই মহামারী ঠেকাতে আমাদেরকে তৎপর হতে হবে। তা না হলে আমাদের সমাজ ও রাষ্ট্র কলুষিত হবে।

যিনা ব্য‌ভিচার ব‌ন্ধে ব্য‌ক্তি পর্যা‌য়ে করণীয়ঃ
১) দৃ‌ষ্টি নিয়ন্ত্র‌নে রাখা।
২) নিজ লজ্জাস্থা‌নের হিফাজত করা।
আন্-নূর:৩০,
قُلْ لِّلْمُؤْمِنِیْنَ یَغُضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَ یَحْفَظُوْا فُرُوْجَهُمْؕ
নবী! মু’মিন পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে।
وَ قُلْ لِّلْمُؤْمِنٰتِ یَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَ یَحْفَظْنَ فُرُوْجَهُنَّ
আর হে নবী! মু’মিন মহিলাদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থানগুলোর হেফাজত করে

৩) নারী‌দের সৌন্দর্য প্রকাশ না করা।
আন্-নূর:৩১,
الَّذِیْنَ لَمْ یَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ۪ وَ لَا یَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِیُعْلَمَ مَا یُخْفِیْنَ مِنْ زِیْنَتِهِنَّؕ
তারা যেন নিজেদের যে সৌন্দর্য তারা লুকিয়ে রেখেছে তা লোকদের সামনে প্রকাশ করে দেবার উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে।

৪) অনুম‌তি ছাড়া কা‌রো ঘ‌রে প্র‌বেশ না করা।
আন্-নূর:২৭,
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ بُیُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَ تُسَلِّمُوْا عَلٰۤى اَهْلِهَاؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
হে ঈমানদারগণ! নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না গৃহবাসীদের সম্মতি লাভ করো এবং তাদেরকে সালাম করো। এটিই তোমাদের জন্য ভালো পদ্ধতি, আশা করা যায় তোমরা এদিকে নজর রাখবে।

৫) অশ্লীল নাটক দেখা থে‌কে বিরত থাকা।
৬) বন্ধু নির্বাচ‌নে তাকওয়াবান বন্ধুকে প্রাধান্য দেয়া।

○পা‌রিবা‌রিক পর্যা‌য়ে করণীয়ঃ
১) সন্তান‌দের দ্বী‌নি শিক্ষা প্রদান করা।
২) সন্তা‌নের কার্যকলা‌পের প্র‌তি দৃ‌ষ্টি রাখা।
৩) প‌রিবা‌রের নারী সদস্য‌দেরকে শালীন পোষাক প‌রিধান করা‌নো।
৪) পর্দার বিধান প‌রিবা‌রে বাস্তবায়ন করা।
৫) উপযুক্ত ছে‌লে বা মেয়ে‌কে বিবাহ দি‌য়ে দেওয়া।

○সামা‌জিক পর্যা‌য়ে করণীয়ঃ
১) সকল মু‌মিন পরস্পরের প্র‌তি ভা‌লো ধারণা পোষণ করা।
২) সমা‌জে অশ্লীলতা বা অনাচার দেখা দি‌লে প্র‌তিবাদ ও প্র‌তি‌রো‌ধে সোচ্ছার হওয়া।

○স্থানীয় জন প্র‌তি‌নি‌ধি বা আইন প্র‌য়োগকারী সংস্থার দায়ীত্বঃ
১) কুরআ‌নে বর্ণিত ব্য‌ভিচা‌রের শা‌স্তির বিধান মোতা‌বেক আইন প্রনয়ণ করা।
২) অশ্লীলতা প্রসা‌রের সকল পথ বন্ধ ক‌রে দেয়া।
আন্-নূর:১৯,

اِنَّ الَّذِیْنَ یُحِبُّوْنَ اَنْ تَشِیْعَ الْفَاحِشَةُ فِی الَّذِیْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِیْمٌۙ فِی الدُّنْیَا وَ الْاٰخِرَةِؕ
যারা চায় মু’মিনদের সমাজে অশ্লীলতার প্রসার ঘটুক তারা দুনিয়ায় ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে।
৩) দ্রুত সম‌য়ে যেনা ব্যা‌ভিচার বা ধর্ষ‌ণের বিচার ক‌রে শা‌স্তি কার্যকর করা।
৪) মিথ্যা অপবাদ দানকা‌রির শা‌স্তির বিধান কার্যকর করা।
৫) শিক্ষা ব্যবস্থায় এসকল বিষয় অন্তর্ভূক্ত করা।
৬) জনগ‌নের জান-মা‌লের সা‌র্বিক নিরাপত্ত্বা নি‌শ্চিত করা।

আসুন আল্লাহর নি‌র্দেশ মোতা‌বেক আমরা সবাই মহান মু‌নি‌বের নিকট তাওবা ক‌রি।
وَ تُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِیْعًا اَیُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
হে মু’মিনগণ! তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তাওবা করো, আশা করা যায় তোমরা সফলকাম হবে।

আল্লাহ আমা‌দের সবাই‌কে ক্ষমা করুন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১৬ অক্টোবর ২০২০ খ্রি. ৩১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার