বোদায় স্পন্দনের একযুগ পূর্তিতে ১০ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় বিশ্ব রক্তদাতা দিবসে সেচ্ছাসেবী সংগঠন ‘স্পন্দন’ ১০ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করেছে।

“রক্ত জানে শুধুই মানবতা আর জীবন কথকতা, দায়ীত্বশীল রক্তদাতা বাঁচান হাজারো জীবনশিখা” শ্রোগানকে সামনে রেখে সোমবার রাতে বোদা একুশ স্মৃতি পাঠাগারে সেচ্ছাসেবী সংগঠন স্পন্দনের (একটি সৃষ্টি সেবা কেন্দ্র) একযুগ পূর্তিতে ১০ জন রক্তদাতাকে এ সম্মাননা প্রদান করে।

শিক্ষাবিদ প্রধান শিক্ষক হোসনে আরা’র সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক মনিশংকর দাশগুপ্ত, স্যানেটারি ইন্সপেক্টর সলিমুল বারি, সমাজকর্মী সফিকুল আলম টুটুল, সহঃ অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন, কবি টি এম মনোয়ার হোসেন, শিক্ষিকা মনিরা আক্তার মুক্তি, ওজিবুল্লাহ পাটোয়ারি, জাভেদ মজুমদার খসরু, পবিত্র কুমার রায়, রাইসুল ইসলাম রিপন, ফারজানা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন স্পন্দনের সভাপতি শেখ আবুল হোসেন শীলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খালেকুজ্জামান মাসুম। আলোচনা অনুষ্ঠান শেষে স্থানীয় সংগীত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ‘স্পন্দন’ (একটি সৃষ্টি সেবা কেন্দ্র) ২০০৯ সাল থেকে রক্তদান বিষয়ে কাজ করে যাচ্ছে। ২০২১ সালের মে মাস পর্যন্ত প্রায় তিন হাজার মানুষকে রক্তের প্রয়োজনে রক্তদাতার সহযোগিতায় রক্তদান করেছে। এর পাশাপাশি সমাজ সচেতন মূলক বিভিন্ন কর্মসূচি পালন করে আসচ্ছে।
সংযুক্তিগুলির জাযগা